উইলিয়াম লাই চিং-তে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত

ক্ষমতাসীন সরকারে ভাইস প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম লাই চিং-তে।

উইলিয়াম লাই চিং-তে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চীনের সতর্কতা সত্ত্বেও তাইওয়ানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইলিয়াম লাই চিং-তে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে তাকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছিল চীন। ক্ষমতাসীন সরকারে ভাইস প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম লাই চিং-তে। নির্বাচনে তিনি রক্ষণশীল কুমিনতাং পার্টির হাউ উ-ই (কেএমটি) ও তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি) থেকে তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জে’র মুখোমুখি হন।

শেষোক্ত দলটি প্রতিষ্ঠিত হয়েছে সবেমাত্র ২০১৯ সালে। শনিবার দেশটির নির্বাচন কমিশন আংশিক ফল ঘোষণা করেছে। তাতে শতকরা ৪০.২ ভাগ ভোট পেয়েছেন লাই। বিরোধী প্রার্থী হাউ উ ই পরাজয় মেনে নিয়ে লাই’কে অভিনন্দন জানিয়েছেন। ডিপিপি দলকে ক্ষমতা থেকে সরাতে ব্যর্থতার জন্য তিনি কেএমটির সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পরাজয় স্বীকার করে নিয়েছেন কো ওয়েন-জে’ও। 

বিরোধীরা পরাজয় স্বীকার করে নেয়ার পর লাই বিজয়ী বক্তব্যে বলেন, আমাদের গণতন্ত্রে নতুন একটি অধ্যায় রচনার জন্য তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে চাই, গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে আমরা গণতন্ত্রের পক্ষে থাকবো। চীনের সঙ্গে সম্পর্ক সুস্থ ও নিয়ম অনুযায়ী রক্ষা করার আশা করেন তিনি।