ঈদের ছুটিতে চেম্বার জজ বিচারপতি আবু জাফর সিদ্দিকী

আজ বুধবার (২১ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের ছুটিতে চেম্বার জজ বিচারপতি আবু জাফর সিদ্দিকী

প্রথম নিউজ, ঢাকা: আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

আজ বুধবার (২১ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করেছেন।

তিনি বলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী আগামী ২২, ২৫, ২৬, ২৭ জুন এবং ৫ জুলাই ও ৬ জুলাই বেলা ১১টা থেকে অবকাশকালীন জজ হিসেবে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।