ঈদে যে সুখবর দিলেন সাকিব
ভক্তদের ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান
প্রথম নিউজ, ডেস্ক : ভক্তদের ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান তিনি।
সাকিবের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে সমর্থকদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত হয়েছেন আপনি।
পোস্টে সাকিব লিখেছেন, আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আজহা সুন্দর ও নিরাপদ কাটছে!
সঙ্গে যোগ করেন সাকিব, আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোনো বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাব এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিব।
ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সাকিব নিজো উন্মুখ হয়ে আছেন, শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!
সাকিবের সেই পোস্টে অংশগ্রহণ করার শেষ সময় আগামী ১৭ জুলাই, বিকাল ৫টা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews