ঈগল পরিবহনের বাসে আগুন: ১৫০ জনের বিরুদ্ধে মামলা
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবহনের ব্যবস্থাপক বিপ্লব অধিকারী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।
তিনি বলেন, শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঈগল পরিবহনের বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেছেন।