ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা
মিছিল থেকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ও নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রথম নিউজ, ঢাকা: ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় মিছিল থেকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ও নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম থেকে এ মিছিল শুরু হয়। এসময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে ছুটেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে শান্তিনগর মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়।
এসময় নেতাকর্মীরা সেখানেই কর্মসূচি শেষ করে। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এর আগে, গত ১০ জুন (শুক্রবার) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews