ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

প্রথম নিউজ, অনলাইন:   যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের যুদ্ধাস্ত্র, বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে স্থানীয় সময় শুক্রবার তিনি এই ঘোষণা দেন। ইসরায়েল ঘনবসতিপূর্ণ গাজায় আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২.০৪ বিলিয়ন ডলারের বোমা বডি এবং ওয়ারহেড, ৬৭৫.৭ মিলিয়ন ডলারের অন্যান্য বোমা বডি এবং নির্দেশিকা কিট ও ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজারসহ সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ডিএসসিএ বলেছে, ‘রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েল সরকারের কাছে উপরোক্ত প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা অবিলম্বে বিক্রি করা জরুরি বলে জানিয়েছেন।
’  এর ফলে কংগ্রেস কর্তৃক অনুমোদিত এই ধরনের বিক্রয়ের স্বাভাবিক প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাওয়া যায় বলে ডিএসসিএ জানিয়েছে। 

ডিএসসিএ আরো বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ এই মাসের শুরুতে ওয়াশিংটন ইসরায়েলের কাছে ৭.৪ বিলিয়ন ডলারেরও বেশি বোমা, ক্ষেপণাস্ত্র এবং সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার পর সর্বশেষ অস্ত্র লেনদেন শুরু হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর অভূতপূর্ব আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের বিরুদ্ধে একটি বিশাল ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে।

যুদ্ধে ভূমধ্যসাগরের তীরবর্তী সংকীর্ণ উপকূলীয় অঞ্চল গাজার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এর ফলে ফিলিসিইতনি জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত  হয়ে পড়ে। তবে গত মাস থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 

বেসামরিক মৃত্যুর উদ্বেগের প্রতিক্রিয়ায় তৎকালীন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন গত বছর ইসরায়েলে ২ হাজার পাউন্ড বোমার চালান আটকে দেয়।
কিন্তু তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন এবং শুক্রবার ঘোষিত বিক্রিতে সেই আকারের অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: এএফপি