ইসরাইল-হামাস যুদ্ধে এবার জাকারবার্গকে সতর্কবার্তা

ইউরোপীয় আইন মেনে চলার জন্য ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দেয়া হয়েছে।

ইসরাইল-হামাস যুদ্ধে এবার জাকারবার্গকে সতর্কবার্তা

প্রথম নিউজ, ডেস্ক: ইসরাইলে হামাসের আক্রমণের পরে মেটা  প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে। এই অভিযোগ তুলে মেটা সিইও মার্ক জাকারবার্গকে সতর্ক করলো ইউরোপীয় ইউনিয়ন। অবিলম্বে সেইসমস্ত বিভ্রান্তিমূলক খবর অপসারণের দাবি জানিয়ে ইউরোপীয় কমিশনার থিয়েরি ব্রেটন জাকারবার্গকে একটি চিঠি লিখেছেন। ইউরোপীয় আইন মেনে চলার জন্য ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দেয়া হয়েছে।  ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও মেটার সাথে সম্পৃক্ত। 

জাকারবার্গকে উদ্দেশ্য করে ব্রেটন তার চিঠিতে লিখেছেন, "বেশ কয়েকটি গুরুতর উন্নয়নের আলোকে, ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল পরিষেবা আইনের অধীনে বিষয়বস্তু সংযম সম্পর্কিত সুনির্দিষ্ট বাধ্যবাধকতাগুলি স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমত, ইসরাইলের বিরুদ্ধে হামাসের হামলার পর আমরা দেখছি যে কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে অবৈধ বিষয়বস্তু এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি অব্যাহত রয়েছে। আপনাকে ইউরোপীয় ইউনিয়নের সময়োপযোগী এবং উদ্দেশ্যমূলক পদক্ষেপের প্রয়োজনে পরিষেবার শর্তাবলীতে DSA নিয়মগুলির সাথে কঠোরভাবে সম্মতি নিশ্চিত করার জন্য সতর্ক থাকতে বলব।" 

মেটা যদি ইইউ-এর DSA আইনে অন্তর্ভুক্ত বিভ্রান্তিমূলক প্রবিধানগুলি মেনে চলতে ব্যর্থ হয়, তাহলে কোম্পানিকে প্ল্যাটফর্মগুলির জন্য জরিমানা দিতে হবে, যার মধ্যে বিশ্বব্যাপী মোট বার্ষিক টার্নওভারের ৬% পর্যন্ত সম্ভাব্য জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে, ইইউ এ ধরনের বিষয়বস্তু সম্পর্কে ইলন মাস্কের এক্স-কে সতর্ক করেছিল। ব্রেটন তখন মাস্ককে সতর্ক করে দিয়েছিলেন যে তার প্ল্যাটফর্ম এক্স "অবৈধ বিষয়বস্তু এবং বিভ্রান্তি" ছড়াচ্ছে। হামাসের হামলা এবং ইসরাইলের প্রতিশোধমূলক বিমান হামলার পরে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি গ্রাফিক সহিংসতার চিত্রগুলির পাশাপাশি  ভুল লেবেলযুক্ত ভিডিও সহ সংঘর্ষ সম্পর্কিত ভুল তথ্য ছড়াচ্ছে বলে জানাচ্ছে রয়টার্স। সূত্র : এনডিটিভি