ইসরাইলে জরুরি সরকার গঠনে একমত নেতানিয়াহু ও গান্টজ

বুধবার কয়েক ঘণ্টা ধরে আলোচনার পর নেতানিয়াহু ও গান্টজ জরুরি সরকার গঠনে একমত হন। একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে তাদের তরফে।

ইসরাইলে জরুরি সরকার গঠনে একমত নেতানিয়াহু ও গান্টজ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অবশেষে জরুরি সরকার গঠনে সম্মত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা বেনি গান্টজ। আল-জাজিরা জানিয়েছে, এ তথ্যের বিষয়ে তারা নিশ্চিত। বুধবার কয়েক ঘণ্টা ধরে আলোচনার পর নেতানিয়াহু ও গান্টজ জরুরি সরকার গঠনে একমত হন। একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে তাদের তরফে। এরফলে এখন এই দুই নেতা মিলে যুদ্ধকালীন মন্ত্রীসভা গঠন করবেন। এই সময়ে যুদ্ধ ছাড়া অন্য কোনো আইন কিংবা নীতিতে কোনো পরিবর্তন আনবেন না তারা।

এর আগে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্যে ইসরাইলের বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ফিলিস্তিনি সংগঠন হামাসের ভয়াবহ হামলার মুখে পড়ায় গত সোমবার তিনি এ আহ্বান জানান। নেতানিয়াহু টেলিভিশন ভাষণে বলেন, আমি বিরোধী নেতাদের অবিলম্বে কোনো পূর্বশর্ত ছাড়াই জাতীয় ঐক্যের জরুরি সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।