ইসি রাশেদা হাসপাতালে ভর্তি
প্রথম নিউজ, ঢাকা : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ও বিএসএমএমইউয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা জানান, ইসি রাশেদা সুলতানা হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেটি এখনো জানা যায়নি। খুব শিগগিরই আমরা কারণ জানাতে পরব।