ইংল্যান্ডের কাছে হারের পর যা বললেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা

: শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত এজবাস্টন টেস্টে স্বপ্নভঙ্গ ভারতের

ইংল্যান্ডের কাছে হারের পর যা বললেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা
ইংল্যান্ডের কাছে হারের পর যা বললেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত এজবাস্টন টেস্টে স্বপ্নভঙ্গ ভারতের। জো রুট ও জনি বেয়ারস্টোর মারমুখী ব্যাটিং ও জোড়া শতকের কাছে লাঞ্চের আগেই অসহায় আত্মসমর্পণ করে বুমরাহ বাহিনী। ফলে এজবাস্টনে আরও বড় অর্জন হয়েছে ইংল্যান্ডের। 

মঙ্গলবার ভারতের বিপক্ষে ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে বেন স্টোকসের দল। এই পরাজয়ের ফলে ভারতের সাবেক ক্রিকেটারা ধুইয়ে দিলেন বুমরাহদেরকে।

ভারতের এমন হারে দেশটির সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করেন, রাহুল দ্রাবিড়-প্রশিক্ষিত ভারতীয় দলের সব কিছু ঠিকঠাক নেই। এজবাস্টন টেস্টে ইংল্যান্ড রেকর্ড ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জেতার পরে নানা প্রশ্নই উঠছে। শেবাগ মনে করেন, কিছু জিনিস যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা দরকার।

ভারতের হতশ্রী পারফরম্যান্স দেখার পর টুইটারে শেবাগ লিখেছেন, ‘ভারতের বেশ কয়েকটি সমস্যার সমাধান করতে হবে। ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ে একমাত্র পূজারা এবং পন্ত রান করেছেন। জাদেজা দুর্দান্ত ব্যাটিং করছে। তবে আমাদের টপ অর্ডার ব্যাটারদের ফর্মে থাকা দরকার। চতুর্থ ইনিংসে বোলিং একেবারে জঘন্য ছিল।’

তবে জো রুটে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শেবাগ। জো রুট ২৮তম টেস্ট শতরান করে ফেলেছেন। এবং পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ শতরান করেন। শেবাগ তাই যোগ করেছেন, ‘এই সিরিজে চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে ফেললেন অসাধারণ রান মেশিন জো রুট। এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান। সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়ার জন্য ইংল্যান্ডকে শুভেচ্ছা।’

ভারতীয় ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকারও ইংল্যান্ডের প্রশংসায় উচ্ছ্বসিত। তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডের এই বিশেষ জয় সিরিজে সমতা ফিরিয়েছে। জো রুট এবং জনি বেয়ারস্টো দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ওদের দেখে ব্যাটিং করা খুব সহজ মনে হচ্ছে। দুরন্ত জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন।’

সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন এই হার ভারতের ক্ষতি করেছে। ইরফান বলেছেন, ‘টিম ইংল্যান্ডের এই জয় আসলে টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা হয়ে এসেছে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom