ইমরান খানকে মুক্তির নির্দেশে সন্তুষ্ট জেমিমা

এক লাইনের টুইট বাতায় তিনি ইংরেজিতে লিখেছেন, ‘ফাইনালি সেন্স হ্যাজ প্রিভেইলড’।

ইমরান খানকে মুক্তির নির্দেশে সন্তুষ্ট জেমিমা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইমরান খানের মুক্তির খবরে সন্তোষ প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। একই সঙ্গে অবিলম্বে ইমরান খানকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। এ খবরে সন্তোষ প্রকাশ করেন জেমিমা গোল্ডস্মিথ। এক লাইনের টুইট বাতায় তিনি ইংরেজিতে লিখেছেন, ‘ফাইনালি সেন্স হ্যাজ প্রিভেইলড’। অবশেষে বোধের জয় হয়েছে। উল্লেখ্য, ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা। তিনি বৃটিশ ধনকুবের জেমস গোল্ডস্মিথের কন্যা।

১৯৯৫ সালে বিয়ে করেন ইমরান খানকে। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। লাহোরে বসবাস করতে থাকেন। ২০০৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে ইমরান খানের সাবেক আরেক স্ত্রী রেহাম খান এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ইমরান খানকে মঙ্গলবার যখন গ্রেপ্তার করা হয়, তখনও তিনি কোনো মন্তব্য করেননি। রেহাম খান তখন বলেন, পারিবারিক এক ইভেন্টে ব্যস্ত আমি। মন্তব্য করতে পারবো না।