ইন্ডিগোর প্লেনে বোমা থাকার ফোন কল, নামানো হলো যাত্রীদের

 ইন্ডিগোর প্লেনে বোমা থাকার ফোন কল, নামানো হলো যাত্রীদের

প্রথম নিউজ ডেস্ক: কোচি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি প্লেনে বোমা রয়েছে বলে ফোন করা হয় কর্তৃপক্ষকে। এরপরই প্লেনের যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়। ভালোভাবে তল্লাশি চালানো হয় পুরো প্লেনে। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ কোচি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইন্ডিগোর ৬ই৬৪৮২ ফ্লাইটে বোমা থাকার খবর জানিয়ে অজ্ঞাত নম্বর থেকে ফোন করা হয়। দ্রুত নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। যাত্রীদের সঙ্গে মালামালও নামিয়ে আনা হয়। বিমানবন্দরের একপাশে সরিয়ে নেওয়া হয় প্লেনটিকে।

এরপর ডাকা হয় বোমা স্কোয়াড, রাজ্য পুলিশ এবং নিরাপত্তা বিভাগকে। প্রায় আগাই ঘণ্টা তল্লাশির পর দুপুর ১টা নাগাদ কর্তৃপক্ষ জানায় প্লেনে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফ্লাইটটিতে একটি শিশুসহ ১৩৯ জন যাত্রী ছিলেন। 

এদিকে, পুলিশ জানিয়েছে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং কলের উৎ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।

গত ১৮ আগস্ট দিল্লি থেকে পুনেগামী ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে বলে ফোন আসে। প্লেনে ৩টি বোমা থাকার ফোন কল পাওয়ার পর ওই প্লেনটি ৮ ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে। যদিও পরে ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ জানায়, বোমা নিয়ে পর পর তিনটি ফোন কলই ছিল ভুয়া।