মিরপুরে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মিরপুরে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ ইবনে আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) মধ্যরাতে মিরপুরের পল্লবী নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. রাজু বলেন, আমার বাবা পল্লবীর নতুন রাস্তায় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা মারা যান।
তিনি বলেন, আমাদের বাসা মিরপুর পল্লবীর নতুন রাস্তা এলাকার বিহারী পট্টিতে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।