ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াডের তারিখ ঘোষণা
প্রথম নিউজ, ঢাকা : বিআইআইডি ফাউন্ডেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড ২০২৫-এর তারিখ ঘোষণা ও লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ এপ্রিল ঢাকায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের তারিখ ঘোষণা, ইভেন্টের লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী।
তিনি বলেন, ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড ২০২৫ তারুণ্যের উৎসব-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। পুষ্টি শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অলিম্পিয়াড সারাদেশে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে এবং একটি পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা করবে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে ড. নাজমা শাহীন বলেন, ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড কিশোর-কিশোরী ও তরুণদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। এটি পুষ্টি বিষয়ে জ্ঞান বিনিময়, প্রদর্শন এবং যাচাই করার সুযোগ দেয়। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে সমাধান প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে তাদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত করে।
বিআইআইডি ফাউন্ডেশনের সিইও মো. শহিদ উদ্দিন আখতার বলেন, ২০১৭ সালে বিআইআইডি ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রা শুরু করা ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড কিশোর-বান্ধব পুষ্টি নীতির পক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বেসরকারি খাত এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।