ইজিবাইক খাদে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

ইজিবাইক খাদে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুরের সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজের সামনে নয়রশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান ওরফে মাহফুজ মাতুব্বর (১৭) ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।
তিনি সদরপুর সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- ফারুক হোসেন (২৫), ইব্রাহিম (৪২), সাদিয়া (১৯), শাহজাহান (৪৮), আল আমিন (২১)।

স্থানীয়দের বরাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, সকালে মাহফুজ প্রাইভেট পড়তে ইজিবাইকে করে সদরপুর যচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাস্থানে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
এতে মাহফুজসহ পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।