ইউক্রেনের বিরোধী নেতার নাগরিকত্ব বাতিল করলেন জেলেনস্কি

মেদভেদচুকই একমাত্র বিরোধী নেতা নন যার নাগরিকত্ব বাতিল করেছেন জেলেনস্কি।

ইউক্রেনের বিরোধী নেতার নাগরিকত্ব বাতিল করলেন জেলেনস্কি
ইউক্রেনের বিরোধী নেতার নাগরিকত্ব বাতিল করলেন জেলেনস্কি

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরোধী নেতা ভিক্টর মেদভেদচুকের নাগরিকত্ব বাতিল করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে তার রাজনৈতিক দল ‘ফর লাইফ’ পার্টিকেও নিষিদ্ধ করা হয়। মেদভেদচুকই একমাত্র বিরোধী নেতা নন যার নাগরিকত্ব বাতিল করেছেন জেলেনস্কি। বর্তমান ও সাবেক অনেক বিরোধী এমপি ও রাজনীতিকদের ইউক্রেনীয় নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে আরটি। জেলেনস্কি মঙ্গলবার জানান, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ’র দেয়া রিপোর্টের ভিত্তিতেই বিরোধী নেতাদের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। এদের মধ্যে অন্যতম হচ্ছেন ভিক্টর মেদভেদচুক, আন্দ্রেই দেরকাচ, তারাস কোজাক এবং রেনাত কুজমিন। জেলেনস্কি বলেন, যদি কোনো পার্লামেন্ট সদস্য ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়ার পক্ষ নেন তাহলে আমরা তার ক্ষেত্রে এমন ব্যবস্থাই নেব। ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে। স্পেশাল সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এর মধ্যদিয়ে জেলেনস্কি মূলত ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেনীয় পার্লামেন্টের বহু সদস্য রাশিয়ার পক্ষে কাজ করছে। 

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার পর বিরোধীদের ওপর চড়াও হন জেলেনস্কি। ফলে প্রধান বিরোধী নেতারা ইউক্রেন ছেড়ে পালাতে বাধ্য হন। গত এপ্রিল মাসে নিষিদ্ধ করা হয় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম দল ফর লাইফকে। গ্রেপ্তার করা হয় মেদভেদচুককেও। ওই একই সময় আরও অন্তত এক ডজন গ্রুপকেও নিষিদ্ধ করে কিয়েভ কর্তৃপক্ষ।  গত সেপ্টেম্বর মাসে রাশিয়া মেদভেদচুককে ইউক্রেনের হাত থেকে ছাড়িয়ে আনে। এক বন্দি বিনিময়ে ৫৫ রুশপন্থির মুক্তির জন্য ১৫০ ইউক্রেনীয় সেনাকে ছেড়ে দেয় রাশিয়া। মিডিয়া রিপোর্ট বলছে, রুশপন্থি হওয়ার অভিযোগ এনে অন্তত ১৩ খ্রিস্টান পুরোহিতের নাগরিকত্ব বাতিল করেছেন জেলেনস্কি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: