আ.লীগে যোগ দেওয়া কাউন্সিলর ফিরলেন বিএনপিতে

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি।

আ.লীগে যোগ দেওয়া কাউন্সিলর ফিরলেন বিএনপিতে

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: আওয়ামী লীগে যোগ দেওয়া কাউন্সিলর ইস্রাফিল প্রধান বিএনপিতে ফিরে এসেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি। যা ওই সময়ে সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে উঠে আসে। এর ঠিক পাঁচ বছরের মাথায়, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোনো ঘর বিএনপিতে ফিরলেন ইস্রাফিল। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর।

জানা যায়, আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২১ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে দলের পক্ষে মাঠে দেখা যায় তাকে। চলতি বছরের এপ্রিলে ইস্রাফিলের নাম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য পদে রাখায় তা নিয়ে বিতর্ক উঠে। তখন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, কেন্দ্র থেকে আমাদের বলে দেওয়া হয়েছে, ইস্রাফিলের নাম যেন কমিটিতে থাকে। ইস্রাফিল যদি কেন্দ্রে তদবির না করে তাহলে কি এমনিতেই কমিটিতে নাম আসে? আমি যদি না বলি তাহলে কেউ তো আমাকে জোর করে বিএনপিতে পদ দিতে পারবে না।

ওই সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বলেন, ইস্রাফিল যেদিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ওই মঞ্চে আমিও ছিলাম। সংসদ নির্বাচন ও নাসিক নির্বাচনে তিনি আমাদের সঙ্গেই দলের জন্য মাঠে ছিলেন। তিনি এখন আবার বিএনপিতে ফিরে গেছেন কি না তা জানা নেই। যদিও তখন ইস্রাফিল জানান, তাকে না জানিয়েই বিএনপির কমিটিতে তার নাম রাখা হয়েছে। তিনি আওয়ামী লীগ করেন বলেও জানিয়ে দেন। 

ওই ঘটনার ছয় মাস পরেই কাউন্সিলর ইস্রাফিল এখন থানা বিএনপির সদস্য পদ ব্যবহার করছেন। এমনকি তার কর্মী-সমর্থকেরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির সঙ্গে ইস্রাফিলের ছবি জুড়ে দিয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফলের আহ্বান জানাচ্ছেন। ইস্রাফিলের ফেসবুক আইডিতেও দেখা যাচ্ছে সেসব ব্যানার। এমনকি তার ভাগ্নেসহ পরিবারের সদস্যরাও ওইসব ব্যানার আপলোড করছেন।

ইস্রাফিল প্রধান বিএনপিতে ফেরায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। গত ১৫ অক্টোবর ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় ইস্রাফিল প্রধানকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজিব ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মাইনুদ্দিন জনি। মূলত বিগত পাঁচ বছর ধরে প্রকাশ্যে বিএনপির কোনো কর্মসূচিতে না আসা ইস্রাফিল স্বেচ্ছাসেবক দলের সজিব ও জনির মাধ্যমে বিএনপিতে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর ইস্রাফিল প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।