আরও শক্তিশালী অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাজ্যের
নতুন চালানে থাকবে কয়েকটি কামান এবং ১ হাজার ৬০০ ট্যাংক বিধ্বংসী অস্ত্র।
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ও শক্ত প্রতিরোধ গড়তে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন চালানে থাকবে কয়েকটি কামান এবং ১ হাজার ৬০০ ট্যাংক বিধ্বংসী অস্ত্র। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম দ্য গার্ডিয়ান। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে আরও ১ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার কথা জানালেন বেন ওয়ালেস। এ ব্যাপারে একটি বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়ে, আমরা নিশ্চিত করব ইউক্রেনের কাছে পর্যাপ্ত অস্ত্র থাকবে যেগুলো দিয়ে তারা পুতিনের অবৈধ আক্রমণকে প্রতিহত করতে পারবে।
বেন ওয়ালেস আরও জানিয়েছেন যুক্তরাজ্য ইউক্রেনকে কাউন্টার ব্যাটারি-রাডার সিস্টেম, কয়েকশ ড্রোন এবং ৫০ হাজারের বেশি গোলাবারুদ দেবে। বেন ওয়ালেস এমন ঘোষণা দেওয়ার পর যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা টুইটে বলেছে, ধন্যবাদ গ্রেট ব্রিটেন। এ যুদ্ধে জয়ী হই।
সূত্র: দ্য গার্ডিয়ান
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews