আফ্রিকার দরিদ্র দেশগুলোর ২০ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করে দিলেন পুতিন

আফ্রিকার একাধিক দেশের কাছে পাওনা ২০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ মওকুফ করে দিয়েছেন রাশিয়া

আফ্রিকার দরিদ্র দেশগুলোর ২০ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করে দিলেন পুতিন
আফ্রিকার দরিদ্র দেশগুলোর ২০ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করে দিলেন পুতিন

প্রথম নিউজ, ডেস্ক : আফ্রিকার একাধিক দেশের কাছে পাওনা ২০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ মওকুফ করে দিয়েছেন রাশিয়া। সোমবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন। ‘মাল্টিপোলার বিশ্বে রাশিয়া-আফ্রিকা’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দিয়ে এই ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে আনাদলু।

খবরে জানানো হয়, সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপরে জোর দেন পুতিন। ২০২২ সালে আফ্রিকা ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানান তিনি। তবে এই সংখ্যা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা জানি যে এই বাণিজ্যের পরিমাণ সর্বোচ্চ সীমা থেকে বহুদূরে। ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় আমদানি রপ্তানি শুরু হলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। এছাড়া ব্যাপক পরিবহন ও লজিস্টিক চেইন প্রতিষ্ঠা করতে হবে। 

পুতিন তার বক্তব্যে ‘আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া’-র প্রশংসা করে বলেন, এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে বাণিজ্য আরও বৃদ্ধি করতে পারবে আফ্রিকার দেশগুলো। ২০২১ সালে যাত্রা শুরু করে এই ‘আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া’।

এটি ভবিষ্যতে তিন ট্রিলিয়ন ডলারের বিশাল বাজারে পরিণত হবে বলে আশা করা হয়। পুতিন বলেন, আফ্রিকা নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম প্রধান সহযোগি হতে চলেছে। আফ্রিকার দেশগুলো ক্রমশ নতুন বিশ্বব্যবস্থায় তাদের ভূমিকা জোরদার করছে। দিন দিন তারা অর্থনীতি থেকে রাজনীতি সর্বত্র যুক্ত হয়ে চলেছে। রাশিয়া বিশ্বাস করে, ভবিষ্যতের মাল্টিপোলার বিশ্বে আফ্রিকা নেতৃত্ব দেবে।
পুতিন আরও বলেন, রাশিয়া, আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলো নব্য-উপনিবেশবাদের বিরুদ্ধে। রাশিয়া এবং আফ্রিকান দেশগুলি আমাদের জনগণের জন্য ঐতিহ্যগত নৈতিক নিয়ম এবং সামাজিক নীতিগুলিকে সমর্থন করে। পাশাপাশি আমরা বাইরের শক্তির নয়া-ঔপনিবেশিক মতাদর্শের বিরোধিতা করি। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার অনেক দেশই আমাদের এই আদর্শে বিশ্বাস করে। আমরাই বিশ্বে সংখ্যাগরিষ্ঠ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: