আফগানিস্তানে সুইস এনজিও’র ১৮ কর্মী আটক
প্রথম নিউজ, ডেস্ক : আফগানিস্তানে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসিস্টেন্স মিশনের (আইএএম) ১৮ কর্মীকে আটক করেছে তালেবান। তাদের মধ্যে বিদেশি এক নাগরিকও আছেন। শনিবার সংস্থাটি এ তথ্য জানায়।
বিবৃতিতে আইএএম জানায়, মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ওই এনজিও’র কার্যালয় থেকে ১৮ কর্মীকে তুলে নিয়ে রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে। কর্মীদের বিরুদ্ধে অভিযোগের ধরন সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই। এ কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা মন্তব্য করতে পারছি না। আমাদের সংস্থা বা কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা স্বাধীনভাবে পর্যলোচনা করবো।
তালেবান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করে আসছে। শুরুতে চোখের যত্ন নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা খাতে মনোযোগী হয়।
সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানায়, স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতিকে মূল্যায়ন এবং সম্মান করি আমরা।