আপত্তিকর অবস্থায় ধরা স্ত্রী, প্রেমিককে পিটিয়ে মারলেন স্বামী
প্রথম নিউজ, রংপুর : রংপুরের পীরগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। এ সময় স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। ওই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই স্বামী। আজ রোববার ভোরে আহত পারভেজ ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় পরকীয়ার অভিযোগে লাঠিপেটা করার এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ইসলাম (২৫) পীরগঞ্জ উপজেলা সদরের বালুয়াঘাট গ্রামের রেনু মিস্ত্রির ছেলে। পীরগঞ্জ বন্দরবাজারে ইলেকট্রনিক সার্ভিসিংয়ের ব্যবসা করতেন পারভেজ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারভেজের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে যান। এ সময় গৃহবধূর স্বামী তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে উত্তেজিত হয়ে উঠেন। বাগবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীসহ প্রেমিক পারভেজকে বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে লাঠির আঘাতে পারভেজের মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্তমানে ওই নারী পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। এদিকে ওই ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে আপত্তিকর অবস্থায় দেখার বিষয়টি নিয়ে তাদের পরিবারের কেউ মুখ খুলছেন না। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র ঢাকা পোস্টকে পরকীয়ার অভিযোগে লাঠির আঘাতে আহত পারভেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনা খতিয়ে দেখছি। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews