আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম
প্রথম নিউজ, অনলাইন: মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে জ্বালানি তেলের। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক সপ্তাহে তেলের বেড়েছে প্রায় ৯ শতাংশ। সংস্থাটির প্রতিবেদন অনুসারে, গত এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- উভয়েরই। শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ১ অংশ। চলতি বছর এই প্রথম মাত্র এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এই পরিমাণ বাড়ল।