৩ দেশের সঙ্গে স্থলবন্দর: কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বৈঠক
প্রথম নিউজ, ডেস্ক : রাজ্যের তিন আন্তর্জাতিক সীমান্তে একাধিক ল্যান্ডপোর্ট বা স্থলবন্দর তৈরি করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। যেখানে অভিবাসন থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা মিলবে।
এ নিয়ে শুক্রবার (১২ নভেম্বর) রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। সেখানে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান, নেপাল, ভুটান এবং বাংলাদেশ সীমান্তে মোট সাতটি স্থলবন্দর তৈরি হবে। এর মধ্যে দুটি জায়গায় বন্দর তৈরির প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়েছে। বাকি পাঁচটির কাজ দ্রুত শুরু হবে।
সূত্রের খবর, বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, চেকপোস্ট এবং বর্ডার আউটপোস্ট বসানো নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া রাজ্যের কতগুলো এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও হবে সেই তালিকা দ্রুত তৈরি করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।
তবে এদিন স্বরাষ্ট্র সচিবকে দেওয়া পাওয়ার পয়েন্ট তথ্যচিত্রে রাজ্যের বিভিন্ন এলাকার ভুল নাম ব্যবহার করা হয়। এ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টদের মতবিরোধ তৈরি হয়। পরে রাজ্যের পক্ষ থেকে ভুল ঠিক করতে বিশেষ রিপোর্ট পেশ করা হয়।
পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থার (হিডকো) ভবনে ওই বৈঠকে রাজ্যের তরফে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, ভূমি সচিব স্মারকি মহাপাত্র, রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য ছাড়াও সীমান্তবর্তী বিভিন্ন জেলার প্রশাসকরা উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: