আন্তর্জাতিক অঙ্গনে ২০২২ সালের আলোচিত ঘটনা

বিদায়ী ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। বিশ্ব রাজনৈতিক ইতিহাসে ২০২২ সাল লেখা থাকবে ঐতিহাসিক স্বাক্ষী হয়ে।

আন্তর্জাতিক অঙ্গনে ২০২২ সালের আলোচিত ঘটনা

প্রথম নিউজ ডেস্ক: কালের আবর্তনে আরও একটি বছর বিদায় নিতে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতায় ২০২৩ নামে যোগ হতে যাচ্ছে নতুন বছর। বিদায়ী ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। বিশ্ব রাজনৈতিক ইতিহাসে ২০২২ সাল লেখা থাকবে ঐতিহাসিক স্বাক্ষী হয়ে।

এ বছর বিশ্ববাসী দেখেছে মানুষের লোভ ও লালসা মানবসভ্যতাকে কীভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কালের গর্ভে হারিয়ে যাওয়া এ বছরের ঘটনায় কোনোটিতে রয়েছে জনআন্দোলনের সাফল্যগাধা আবার কোনোটিতে রয়েছে ব্যর্থতার গল্প। সমালোচনার গল্পের সাক্ষীও হয়ে থাকবে এ বছর।

চলুন ঘড়ির কাটা পিছনে ঘুরিয়ে শোনা যাক সেসব গল্প-

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-

২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত-সমালোচিত ঘটনা ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। বছরের শুরুতে বিশ্ববাসী দেখেছে ভয়াবহ এক যুদ্ধের তান্ডব। জন এমু নি এ ব্যোট- এক বানীতে বলেছেন ‘যুদ্ধ একটা ধ্বংসের বিজ্ঞান।’ একটা যুদ্ধ পুরো বিশ্বের অর্থনৈতিক স্বাভাবিক ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করতে পারে সেটি দেখেছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে। এ অভিযোগ তুলে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আক্রমণ শুরু করে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠন যুদ্ধ বন্ধ করতে বললেও বছরের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার হুমকি দেন। বিশ্ব অর্থনীতি করোনায় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই এ যুদ্ধ শুরু হয়। যার ফলে অনুন্নত ও উন্নয়ন দেশগুলোতে খাদ্যমূল্য বেড়ে যায়।

ব্রিটেনে এক বছরে তিন প্রধানমন্ত্রী-

ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে ২০২২ এক অন্যন্য ইতিহাস হয়ে থাকবে। এ বছর ব্রিটেন দেখেছে তিনজন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদে রদবদল ঘটেছে দুইবার। বরিস জনসন ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। এরপর এ পদে আসেন লিজ ট্রাস। ৪৪ দিন ওই পদে থাকার পর তাকে ইস্তফা দিতে হয়। এরপর ক্ষমতায় আসেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋশি সুনাক। মূলত অর্থনৈতিক কর্মসূচিতে ব্যর্থতা এবং নিজের দল কনজারভেটিভ পার্টিতে আস্থা হারানোর পর ২০ অক্টোবর পদত্যাগ করেন ট্রাস। এরপর দলীয় ভোটে জিতে সরকারের হাল ধরেন সুনাক।

দ্বিতীয় এলিজাবেথের বিদায়-

ব্রিটেনের ইতিহাসে ২০২২ আরও একটি কারনে অন্যন্য হয়ে থাকবে। বৃটিশ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দেশ শাসনকারী রানী দ্বিতীয় এলিজাবেথের বিদায় দেখেছে দেশটি। তার বিদায়ে পুরো বিশ্ব শোক প্রকাশ করে। এমনকি বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষনা করা হয়েছিল। ৯৬ বছর বয়সী এ রানী ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিংহাসনে আরোহণের ৭০ বছর বা প্লাটিনাম জুবিলি উদযাপন করেছিলেন। ১৯ সেপ্টেম্বর লন্ডনের জনাকীর্ণ রাস্তায় ঐতিহাসিক জমকালো আয়োজনে তাকে রাষ্ট্রীয় অন্তেষ্টিক্রিয়ায় সমাধিস্থ করা হয়। যেখানে সারা বিশ্বের নেতারা অংশগ্রহণ করেছিলেন।

রাজাপাকসে পরিবারের বিদায়-

এ বছর বিশ্বরাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। তেলের দাম বৃদ্ধির ফলে সেখানে অর্থনীতির তলা ফুটো হয়ে যায়। সরকারিভাবে দেশ দেউলিয়া হয়ে যায়। জনগণ এর চাপে পড়ে নিষ্পেষিত হতে-হতে উঠে দাঁড়ায়। রাজনৈতিক দলের বাইরে তারা রাজপথ দখলে নেয়। তাদের গণ-উত্থান দেখে ভয়ে দেশ থেকে পালিয়ে যান দোর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।

ইমরান খান রাজপথে-

পাকিস্তানে অনাস্থা ভোটে ক্ষমতা হারালেও নতুন শক্তি সঞ্চয় করে রাজনীতির মাঠে ফেরেন তেহরিক-ই-ইনসাফ। যার প্রধান ইমরান খান। ৯ এপ্রিল তার কোয়ালিশনের পতন ঘটে। এরপর থেকে বলতে গেলে প্রায় পুরোটা বছর তিনি রাজনীতির মাঠ গরম রাখেন। ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে সমাবেশ চলাকালে তাকে হত্যার এক ব্যর্থ চেষ্টা চালানো হয়।

৮০০ কোটিতে দাঁড়ালো বিশ্বব্যাপী জনসংখ্যা-

চলতি বছরে বিশ্বের জনসংখ্যা ৮০০কোটিতে দাঁড়িয়েছে। জাতিসংঘ বলছে, ৭০০কোটি মাইলফলক অতিক্রম করার মাত্র ১১ বছরের মধ্যেই ৮০০কোটিতে পৌঁছে গেলো বিশ্বের জনসংখ্যা।

শিনজো আবে হত্যা-

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো একটি রাজনৈতিক সমাবেশ চলাকালে ২০২২ সালের ৮ জুলাই নিহত হন। শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত জাপানে সেদেশেরই একজন সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের শিকার হন। বিষয়টি সে কারণেই সবার মনোযোগ কাড়ে। তবে এ ঘটনার পেছনে বড় কোনো রাজনৈতিক কারণ পাওয়া যায়নি।

ইরানের মাসা আমিনি-

২২ বছর বয়সী মাসা আমিনি ইরানের তথাকথিত নৈতিকতা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর হেফাজতে মৃত্যু ঘটে। পরে ইরানী নারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো দেশ। ওই ঘটনার পর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল। স্বৈরশাসকের বিরোধিতায় ইটালির বুকে তৈরি হওয়া ‘বেলা চাও’ গানটি গেয়ে ইরানের রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন আরব দুনিয়ার মেয়েরা। হিজাব বিরোধী সেই আন্দোলনে শামিল পুরুষদের একাংশও। বেকায়দায় পড়লেও কিন্তু অবস্থান বদলে নারাজ ইরানের সরকার। তেহরানের দাবি, এই বিক্ষোভের পিছনে হাত রয়েছে আমেরিকার। প্রতিবাদ দমনে নির্বিচারে বিক্ষোভকারীদের উপর গুলিবোমা চালানো হচ্ছে। দেওয়া হচ্ছে ফাঁসির সাজা। অভিযোগ এসবই হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলি খামেনেই-এর নির্দেশে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom