আজ দেশে ফিরছেন ওবায়দুল কাদের
স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরছেন ওবায়দুল কাদের

প্রথম নিউজ, ঢাকা : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন তিনি। সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২২ এপ্রিল সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews