আউট হয়ে মাঠকর্মীদের ওপর মেজাজ হারালেন মাহমুদউল্লাহ

 আউট হয়ে মাঠকর্মীদের ওপর মেজাজ হারালেন মাহমুদউল্লাহ
আউট হয়ে মাঠকর্মীদের ওপর মেজাজ হারালেন মাহমুদউল্লাহ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ। শনিবার যেখানে নবাগত রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় মাঠকর্মীদের ওপর রাগ ঝাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের ৩৭তম ওভারে এনামুল হক জুনিয়ের খাটো লেংথ ডেলিভারিতে পরাস্ত হলেন ফিফটির কাছাকাছি থাকা মাহমুদউল্লাহ। উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসবন্দি হয়ে ফেরার পথে মাঠের বাইরে থাকা মাঠকর্মীদের দিকে ব্যাট উঁচিয়ে কিছু একটা বলতে দেখা যায় তাকে। সে সময় রাগে ফুঁসতে থাকা মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে প্রবেশ করেছেন দরজায় সজোরে ধাক্কা দিয়ে। 

মূলত মিরপুরের অসমান বাউন্সের উইকেট নিয়েই হয়তো মাহমুদউল্লাহর যত হতাশা। উইকেটে অনেকটা স্লো থাকায় ম্যাচের শুরু থেকে বল প্রায়ই নিচু হয়ে আসছিল। এতে ভালোই সুবিধা নিয়েছেন রূপগঞ্জের বোলাররা। এমনকি মাহমুদউল্লাহ যে বলটিতে আউট হয়েছেন, এনামুল হক জুনিয়রের সেই বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন।

৫২ বল খেলে ২টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানের ইনিংসটি সাজান মাহমুদউল্লাহ। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা ১১.৫ ওভার বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে গেছে মোহামেডান। তাদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে মাহমুদউল্লাহ ব্যাট থেকেই। রূপগঞ্জের হয়ে পাঁচ উইকেট নেন এনামুল।

ম্যাচটি ডিপিএলের সুপার লিগের দৌড়ে টিকে থাকতে হলে মোহামেডানকে জিততে হবে। আজকের ম্যাচের আগে ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে তারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom