আইপিএল শুরুর আগে বড় দুঃসংবাদ পেলো চ্যাম্পিয়ন চেন্নাই
টুর্নামেন্টের ১৫তম আসরের সিংহভাগ সময়েই খেলতে পারবেন না দলটির অন্যতম মূল পেসার দীপক চাহার
প্রথম নিউজ, ডেস্ক : আসর শুরুর আগেই বড় এক দুঃসংবাদ পেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ১৫তম আসরের সিংহভাগ সময়েই খেলতে পারবেন না দলটির অন্যতম মূল পেসার দীপক চাহার।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালীন পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন চাহার। যা থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যাবে তার। ফলে আইপিএলের বড় অংশই খেলা হবে না এ ডানহাতি পেসারের।
আইপিএলের এবারের আসরের খেলা হবে ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত। চোট কাটিয়ে টুর্নামেন্টের শেষ ভাগে হয়তো ফিরতে পারেন চাহার। তবে এর সম্ভাবনাও খুব কম বলে জানাচ্ছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন চাহার। সেখান থেকে চূড়ান্ত বার্তা পাওয়ার অপেক্ষায় রয়েছে চেন্নাই সুপার কিংস। গত মাসে হওয়া মেগা নিলামে ২৯ বছর বয়সী চাহারকে ১৪ কোটি রুপিতে দলে নিয়েছিল চেন্নাই।
সেই মেগা নিলামে চাহারকে পাওয়ার জন্য প্রথমে বিডিং শুরু করেছিল দিল্লি ক্যাপিট্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। পরে নিলামের লড়াইয়ে যোগ দেয় রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। আইপিএলের ২০১৮ সাল থেকে চেন্নাইয়ের হয়েই খেলছেন চাহার।
সর্বপ্রথম ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন চাহার। সেবার তাকে ভিত্তিমূল্য ১০ লাখ রুপিতেই দলে নিতে পেরেছিল পুনে। এরপর ২০১৮ সালের মেগা নিলামে চাহারকে পেতে চেন্নাইয়ের খরচ হয় মাত্র ৮০ লাখ রুপি।
নিজের বোলিং দিয়ে দামের পুরোটাই উশুল করে দিয়েছেন চাহার। চেন্নাইয়ের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে তার শিকার ৫৮ উইকেট। এর মধ্যে ৪২টিই নিয়েছেন পাওয়ার প্লে তথা ছয় ওভারের মধ্যে। তাই তাকে না পেলে পাওয়ার প্লে'র জন্য ভিন্ন চিন্তাই করতে হবে চেন্নাইকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews