আইনি জটিলতায় ট্রাম্প, তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ মার্কিন বিচারপতির

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনি জটিলতা বেড়েই চলেছে।

আইনি জটিলতায় ট্রাম্প, তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ মার্কিন বিচারপতির
আইনি জটিলতায় ট্রাম্প, তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ মার্কিন বিচারপতির

প্রথম নিউজ,  ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনি জটিলতা বেড়েই চলেছে। তার বিরুদ্ধে চলমান তদন্ত সংক্রান্ত তথ্য আরও প্রকাশের নির্দেশ দিয়েছেন এক মার্কিন বিচারপতি। যুক্তরাষ্ট্রে ঘনিয়ে আসছে মধ্যবর্তী সংসদ নির্বাচন। আর এতে সাফল্য পেতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কাজে লাগানোর আশা করছে বিরোধী রিপাবলিকান দল। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক আইনি ব্যবস্থা সেই স্বপ্নকে কঠিন করে তুলেছে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে। খবরে বলা হয়, গত ৮ই আগস্ট ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগো এস্টেটে তল্লাশি চালিয়ে যে সব নথিপত্র উদ্ধার করা হয়েছে, সেগুলি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। কিন্তু এক বিচারপতি আইন মন্ত্রণালয়কে শুক্রবার দুপুরেই সেই এফিডেভিটের কাটছাঁট করা অংশ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। ফেডারেল তদন্তকারীরাও চলমান তদন্তের স্বার্থে কিছু অংশ গোপন রাখতে আগ্রহী। বিচারপতির আদেশ কার্যকর হলে ট্রাম্পের এস্টেটে তল্লাশি চালানোর কারণ সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি বিষয় প্রকাশ্যে জানা যাবে। এখনো পর্যন্ত জানা গেছে যে এফবিআই তল্লাশি চালিয়ে মোট ১১টি গোপন সরকারি নথিপত্রের সেট উদ্ধার করেছে। আদালতের আদেশে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত বাড়তি কিছু তথ্য প্রকাশ্যে এলে সাবেক প্রেসিডেন্ট আরও আইনি জটিলতার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। এফবিআই সন্দেহ করছে যে, ট্রাম্প তিনটি ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। গুপ্তচরবৃত্তি আইনের আওতায় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংক্রান্ত অনিয়মও সেই তালিকায় রয়েছে। এছাড়া সরকারি রেকর্ড ধ্বংস বা  কারচুপির সন্দেহও করা হচ্ছে। 

এই আইনি সংঘাতের কারণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পের নাম ঘোষণা করার প্রক্রিয়া আরও কঠিন হয়ে যেতে পারে রিপাবলিকানদের জন্য। আবার শেষ পর্যন্ত ট্রাম্প রিপাবলিকান দলের জন্য দায় হয়ে দাঁড়ালে তাকে সহজে ঝেড়ে ফেলাও কঠিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ট্রাম্পের প্রতি আনুগত্যের কারণে রিপাবলিকান দলের কড়া সমালোচনা করেছেন। আগামী নভেম্বরের মিড টার্ম নির্বাচন উপলক্ষ্যে ডেমোক্র্যাটিক দলের এক রাজনৈতিক সভায় তিনি বিরোধী দলের বিরুদ্ধে হিংসা ও ঘৃণা আঁকড়ে ধরার অভিযোগ করেন। তার মতে, রিপাব্লিকান দল ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে। তিনি নিরপেক্ষ রিপাবলিকান ভোটারদের উদ্দেশ্যে সহায়তার জন্য আবেদন করেন। বাইডেন বলেন, আবার গণতন্ত্র রক্ষা করতে তাদের ভোট দিতে হবে। যুক্তরাষ্ট্র অগ্রসর হবে নাকি পিছিয়ে যাবে, সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে বলে তিনি দাবি করেন।
 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom