‘অস্ত্রের ঝনঝনানি কখনো শান্তি আনতে পারে না’

হিরোশিমা দিবস উপলক্ষে আলোচনা সভা

‘অস্ত্রের ঝনঝনানি কখনো শান্তি আনতে পারে না’

প্রথম নিউজ, ঢাকা: অস্ত্রের ঝনঝনানি কখনো শান্তি আনতে পারে না, বিশ্ব শান্তির জন্য যুদ্ধ পরিহার করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাচিদা তাতসুইয়া।

রোববার (৬ আগস্ট ) রাতে হিরোশিমা দিবস উপলক্ষে জাপান বাংলা পিস ফাউন্ডেশনের উদ্যোগে আইডিইবি ভবনে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাপান বাংলা পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হুমায়ুন কবির সুইট, প্রধান উপদেষ্টা ড. এস. আই খান, মহাসচিব ডা. কায়েম উদ্দিন, কান্ট্রি ডিরেক্টর ইউজি আন্দো, জাপানি নাগরিক তারেক রাফি ভূঁইয়া জুন, কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম জাকির হোসাইন, বোর্ড চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায়, ডা. এম এন ইসলাম, ডা. তারেকুজ্জান সোহেল প্রমুখ।

বক্তরা হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমার ভয়াবহতাকে সামনে রেখে বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। পরে গুণিজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।