লিটনদের হারিয়ে গ্লোব টি-২০ চ্যাম্পিয়ন মন্ট্রিল টাইগার্স

 লিটনদের হারিয়ে গ্লোব টি-২০ চ্যাম্পিয়ন মন্ট্রিল টাইগার্স

প্রথম নিউজ, ডেস্ক : সাকিব আল হাসান চলে এসেছেন মাঝপথেই। না হয়, আজ চ্যাম্পিয়ন ট্রফি শোভা পেতো তার হাতেও। কারণ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব খেলেছেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। এই দলটিই সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা জিতে নিয়েছে। সারে জাগুয়ার্সের হয়ে খেলছিলেন বাংলাদেশের লিটন কুমার দাস।

ব্রাম্পটনের সিএএ সেন্টার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মন্ট্রিল টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে সারে জাগুয়ার্স ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩০ রান।

জবাব দিতে নেমে কম ভুগতে হয়নি মন্ট্রিল টাইগার্সকেও। শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে তাদেরকে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তারা।

টস হেরে ব্যাট করতে নামার পর মোহাম্মদ হারিস এবং জতিন্দর সিং মিলে ৬.১ ওভারে গড়েন ৩৫ রানের জুটি। ২২ বলে ২৩ রান করে আউট হন মোহাম্মদ হারিস।

এরপর ব্যাট করতে নেমে ব্যর্থতার পরিচয় দেন লিটন দাস। ১৩ বলে ১২ রান করে আউট হন তিনি। ৯ বলে ৮ রান করেন ইফতিখার আহমেদ। ১৫ বলে ২৬ রান করেন আয়ান খান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে সারে জাগুয়ার্স।

জবাব দিতে নেমে শুরুতেই, কোনো রান না করে আউট হয়ে যান মোহাম্মদ ওয়াসিম। ৩৫ বলে ৩১ রান করেন ক্রিস লিন। ১৪ রান করেন দিলপ্রিত সিং। সর্বোচ্চ ৩৮ রান করেন শেরফানে রাদারফোর্ড। ২৯ বলে খেলা এই ইনংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কায়।

দিপেন্দ্র সিং আয়ারে ১৭ বলে করেন ১৬ রান। তবে শেষ মুহূর্তে আন্দ্রে রাসেল ৬ বলে ২০ রান করে মন্ট্রিল টাইগার্সকে জয় এবং চ্যাম্পিয়নশিপ উপহার দেন।