অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
এ ঘটনায় শনিবার (০৯ এপ্রিল) মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
প্রথম নিউজ,ময়মনসিংহ: জামালপুরের ইসলামপুরে এক যুবকের বিরুদ্ধে গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (০৯ এপ্রিল) মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, বুধবার রাতে ইসলামপুর পৌরসভার রৌহারকান্দা এলাকায় ঘটনাটি ঘটে। ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে অস্ত্র ধরে ভয় দেখিয়ে ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী দর্জিপাড়া এলাকার কামাল হোসেন (৩৫)।
ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানাতেও নানা ধরনের হুমকি-ধমকি দেয় কামাল। পরের দিন গৃহবধূ তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। শনিবার তারা থানায় গিয়ে অভিযোগ দেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews