অর্থনীতি চাপে আছে কিন্তু সংকট নাই: বাণিজ্য প্রতিমন্ত্রী
শনিবার টাঙ্গাইল শহীদ স্মৃতিপৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ে উদ্যোগে দশ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে।
প্রথম নিউজ, অনলাইন: অর্থনীতি চাপে আছে কিন্তু সংকট নাই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, অর্থনীতি চাপের মধ্যে আছে। তার মানে চাপ আর সংকট এক কথা না। চাপে আছে মানে, আমাদের যে আমদানি-রপ্তাানি বাণিজ্য যেটা একসময় রিজার্ভ ৪৮ বিলিয়নে গিয়েছিল, সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। সেখানে আমাদের চাপে থাকা মানে হল আমাদের রিজার্ভ যখন কমে আসে তখন আমরা একটু চাপে থাকবো। আপনার অনেক ব্যাংক ব্যালেন্স ছিল সেটা হঠাৎ করে কমে গেল। কিন্তু এমন কোনো সংকট আমাদের নাই, যেটা আগামী তিন মাস বা পাঁচ মাসে আমাদের কোনো সমস্যা হবে।
শনিবার টাঙ্গাইল শহীদ স্মৃতিপৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ে উদ্যোগে দশ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে। যেকোনো দেশেই ৩ মাসের রিজার্ভ থাকলেই কোনো সমস্যা হয় না, আমাদের কিছুটা বেশি আছে। যদি বিদেশ থেকে রেমিটেন্স আসে ও বিদেশে রপ্তানি বিনিয়োগ বাড়ানো যায় তাহলে সুবিধা হবে।
আহসানুল ইসলাম টিটু বলেন, আইএমএফ অনুযায়ী তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে। চাপে আছে মানে আমরা বলতে চেষ্টা করছি, আমাদের আরও বেশি করে যেসব প্রবাসী রয়েছে, তারা যদি বেশি করে রেমিটেন্স পাঠায়, আমাদের রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে তাহলে আমরা আস্তে আস্তে চাপ কমাতে পারবো। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ। আমাদের আমদানি রপ্তানির যে গ্যাপ, এই গ্যাপটি পরিপূর্ণ করার জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশের কাছ থেকে প্রতিশ্রুতি পাচ্ছি। এই বিনিয়োগগুলো যখন চলে আসবে তখন আমরা আগের মতো করে চাপ মুক্তভাবে আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনা করতে পারবো।