অভিষেক বেকার, খোঁটা শুনে যা বললেন ‘ছোটে বচ্চন’
অমিতাভ বচ্চনের ছেলে হয়েও নাম করতে পারেননি বলে নিয়মিতই কথা শুনতে হয় অভিষেক বচ্চনকে
প্রথম নিউজ, ডেস্ক : অমিতাভ বচ্চনের ছেলে হয়েও নাম করতে পারেননি বলে নিয়মিতই কথা শুনতে হয় অভিষেক বচ্চনকে। এ বার শুনতে হলো তিনি মাথামোটা, বেকার। তবে এ কথা শুনে মোটেও চাপ থাকেননি তিনি, সাফ জবাব দিয়েছেন।
ঘটনার শুরু আসলে অভিষেকের একটি কমেন্ট দিয়ে। সেখানে তিনি প্রশ্ন করেছিলেন- মানুষ এখনও খবরের কাগজ পড়েন? তার নীচে একজন হাসির প্রতিক্রিয়া দিয়ে মন্তব্য করেন, বিচক্ষণ মানুষরা পড়েন বইকি। আপনার মতো বেকার লোকে অবশ্য পড়ে না।
সেই মন্তব্যকারীকে উদ্দেশ করে তিনি পাল্টা লেখেন, ওহ! তা-ই বলুন। আমায় আলোকপাত করার জন্য ধন্যবাদ। তবে, বুদ্ধিমত্তার সঙ্গে বেকারত্বের কোনো সম্পর্ক নেই। আমি নিশ্চিত যে আপনি রোজগার করেন। সেই সঙ্গে আপনার মন্তব্য দেখে আমি এ-ও বুঝতে পারছি, বুদ্ধির অভাব রয়েছে।
অনেকেই অভিষেকের পক্ষ নিয়ে বলেন, দয়া করে এ ধরনের বিরূপ মন্তব্যে কান দেবেন না দাদা। ওরা মানুষের আনন্দ ছিনিয়ে নিতে চায়। কাউকে ছোট করে সুখ পায়। আপনি ঠিক পথে চলেছেন। মাথা উঁচু করে থাকুন এ ভাবেই। আমাদের শুভেচ্ছা সব সময় থাকবে।
তবে এই প্রথম প্রতিবাদ করলেন না অভিষেক, কিছু দিন আগেই কেস তো বনতা হ্যায়ের সেট ছেড়ে রেগে বেরিয়ে গিয়েছিলেন অভিষেক। বাবাকে নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews