অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ, ঢাকা : বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মী।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, বেইমানদের চেনা বড়ই দায় এই মুখোশের দুনিয়ায়। যুগে যুগে মীর জাফর ছিল, আছে এবং থাকবে। বিএনপির দুঃসময়ে যারা পেছন থেকে ছুরি মেরে ভোটে যাচ্ছে তারা এই যুগের মীর জাফর।
তিনি বলেন, তবে একটা কথা বলে রাখি, টাকার কাছে সবাই বিক্রি হয় না। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম একজন আদর্শবান ব্যক্তি। এলডিপির প্রতিটি নেতাকর্মী সরকার বিরোধী আন্দোলনে আছে এবং থাকবে। হাসিনার পতন না হওয়া পর্যন্ত কর্নেল অলির নেতৃত্বে আমরা রাজপথে আছি।