অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ, ঢাকা : বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় দেশ জুড়ে অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফটকে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। 

বুধবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটক (অগ্রণী ব্যাংক গেট) থেকে ইসলামপুর পুলিশ ফাঁড়ি পর্যন্ত মিছিল করে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। 

মিছিলে নেতৃত্ব দেন জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার ও বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া; জবি শাখা সহ-সভাপতি জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ; প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্ণব, সমাজ সেবা সম্পাদক-রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মো. মেহেদী হাসান, আফনানসহ আরও অনেকে।

এ সময় জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের ডাকা তৃতীয় ধাপের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অবৈধ সরকারের দুর্নীতি আর মিথ্যা মামলা হামলার কারণে সমগ্র দেশ বিপর্যস্ত এবং কারাগারে পরিণত হয়েছে। এক দফা দাবি আদায়ের অবরোধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের অবরোধ, দ্রব্য মূল্য ঊর্ধগতির প্রতিবাদের অবরোধ, নিরপরাধ রাজবন্দীদের মুক্ত করার অবরোধ সফল হবে ইনশাআল্লাহ।  

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। দেশ ও দলের প্রয়োজনে, সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মার্ণে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও রাজপথে থাকবো। এই অবৈধ সরকার অনতিবিলম্বে পদত্যাগ না করলে রাজপথের উত্তপ্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।