অবরোধে পিকেটিং বাসে আগুন

গতকাল সকালে রাজধানীর গুলিস্তানে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্টেডিয়ামের পাশে (পাতাল মার্কেট সংলগ্ন) ‘বাহন পরিবহন’ এর বাসে আগুন দেয়া হয়।

অবরোধে পিকেটিং বাসে আগুন

প্রথম নিউজ, অনলাইন : সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী জোটের ১১ দফায় ডাকা অবরোধের সমর্থনে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন দলগুলোর নেতাকর্মীরা। অবরোধ চলাকালে ঢাকাসহ সারা দেশে ৫টি যানবাহনে আগুন দেয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল সকালে রাজধানীর গুলিস্তানে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্টেডিয়ামের পাশে (পাতাল মার্কেট সংলগ্ন) ‘বাহন পরিবহন’ এর বাসে আগুন দেয়া হয়। আর গত সোমবার রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেয়া হয়। রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দু’জনকে আটকও করেছে পুলিশ।

এদিনে মতিঝিল, খিলগাঁও, বাংলামোটর, পুরানা পল্টন, আরামবাগ থেকে ফকিরাপুল মোড়, মগবাজার ওয়্যারলেস রেলগেট, মগবাজার মোড়, সেগুনবাগিচা, সেন্ট্রাল রোড, আইডিয়াল কলেজ, বনশ্রী, রামপুরা, পল্লবী, জাতীয় প্রেস ক্লাব, পল্টন-বিজয়নগর মোড়, পুনারা পল্টন মোড়, ফকিরাপুল মোড়, ধানমণ্ডি, কাওরান বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ বিরোধীরা। বিএনপি’র পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছেন। ওদিকে অবরোধে দূরপাল্লার বাস তেমন চলাচল না করলেও রাজধানীতে গণপরিবহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি  ঢাকাসহ সারা দেশে র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন ছিল।

বিএনপি’র অবরোধের শুরুতে সকাল ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। মিছিলে রিজভী বলেন, বিএনপি’র নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে সরকার ক্যাঙ্গারু আদালত বসিয়েছে। সেখানে গায়েবি মামলার বিচার হচ্ছে দিনে-রাতে। গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষীও দিচ্ছে পুলিশ। আইনের তোয়াক্কা না করে প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছেন দলবাজ কিছু বিচারক। আমরা বলে দিতে চাই, ফরমায়েশি রায়ের এসব সাজায় এই অবৈধ সরকারকে রক্ষা করা যাবে না, এই ফ্যাসিস্ট সরকার পার পাবে না।

ঢাকায় ৪ গাড়িতে আগুন: বিএনপি’র ডাকা অবরোধে রাজধানীতে চারটি বাসে আগুন দেয়া হয়েছে। গত সোমবার রাত ও মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে। আগুন দেয়ার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। ফায়ার সার্ভিস জানায়, মোহাম্মদপুর এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়েছে। এতে পুরো বাসটি পুড়ে যায়। এদিকে রাত পৌনে ১০টার দিকে টিকাটুলী এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের বাসে আগুন দেয়া হয়।
এ ছাড়া গতকাল রাজধানীর গুলিস্তানে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্টেডিয়ামের পাশে (পাতাল মার্কেট সংলগ্ন) ‘বাহন পরিবহন’ এর বাসে আগুন দেয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপরে বেলা সোয়া ১২টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এখানেও কেউ হতাহত হয়নি।

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
অবরোধের প্রথম দিন গতকাল চট্টগ্রাম নগরী এবং জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে গত সোমবার রাতে বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিএনপি। এরমধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় দলটির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

ফেনীতে অবরোধের রাতে বাসে আগুন, গাড়ি ভাঙচুর
অবরোধের সমর্থনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা। গত সোমবার রাতে শহরের কয়েকটি স্থানে এমন ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া ককটেলে সিএনজিচালিত এক অটোরিকশা চালক আহত হয়েছেন। গতকাল সকালে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক ও লেগুনা ভাঙচুর
অবরোধের সমর্থনে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর ১টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

মানিকগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল 
অবরোধের সমর্থনে মানিকগঞ্জের সিংগাইর, সাটুরিয়া, শিবালয়, হরিরামপুর ও সদর উপজেলার বিভিন্ন সড়ক-আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর, সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড, সাটুরিয়া-টাঙ্গাইল মহাসড়কের গোলড়া ও জেলা শহরের সেওতা এলাকাসহ আরও কয়েকটি সড়ক মহাসড়কে অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করে বিএনপি’র নেতাকর্মীরা। এ ছাড়াও গতকাল সকালে অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। মানিকগঞ্জ জেলা বিএনপি’র নির্দেশনায় সকাল ৯টায় মানিকগঞ্জ-হরিরামপুর আঞ্চলিক মহাসড়কে  মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে জামায়াতের বিক্ষোভ ও মিছিল
সরকারের পদত্যাগের দাবিতে ১১ দফায় অবরোধের প্রথমদিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। গতকাল সকালে রাজধানীর বিভিন্ন স্থানে উত্তর ও দক্ষিণের উদ্যোগে পৃথক পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়। ফার্মগেট, পান্থপথ, মিরপুর-৬০ ফিট, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ সড়ক, মগবাজার, মিরপুর-১৩, খিলগাঁও, শনির আখড়া, হাজারীবাগ ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

অন্যদিকে অবরোধের সমর্থনে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম-পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, লেবার পার্টি এদিন আলাদা আলাদাভাবে জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর ও পল্টনের সড়কে মিছিল করে।

গত ২৮শে অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে। সরকার পতনের একদফা দাবিতে ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল করেছে বিএনপি।