অপরিশোধিত তেলের দাম কিছুটা কমলো

চলতি সপ্তাহে বিশ্ববাজারে পরপর দুদিন কমলো অপরিশোধিত তেলের দাম

অপরিশোধিত তেলের দাম কিছুটা কমলো

প্রথম নিউজ, ঢাকা : চলতি সপ্তাহে বিশ্ববাজারে পরপর দুদিন কমলো অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং তার জেরে আর্থিক বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কাই এর প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   

গত ১৭ মার্চ অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়িয়েছিল ব্যারেল প্রতি ৭২.৪৭ ডলার। তারপর থেকে বাড়তে থাকে তেলের দাম। দিন পাঁচেক আগে তা ৮৭ ডলার ছাড়ায়। ফলে গোটা বিশ্বেই তেলের দাম নিয়ে আশঙ্কা তৈরি হয়। তেলের দাম এভাবে বাড়তে থাকলে তা অন্যান্য দূব্যমূল্যে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করেন অনেকে।  


যুক্তরাষ্ট্রে ফের সুদ বৃদ্ধির ইঙ্গিতের বিষয়ে ব্রোকারেজ সংস্থা ওএএনডিএ-র কর্তা ক্রেগ আর্লামের বক্তব্য, ঋণ পাওয়া কঠিন হলে তা বছরের বাকি সময়ে আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, তার উপরে নির্ভর করবে তেলের গতিবিধি।