অখন্ড ভারতের মানচিত্র ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনের সুচিন্তিত প্রতিফলন : দিলীপ বড়ুয়া

তিনি বলেন, সাংস্কৃতিক বিষয়টি ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি থেকে বিচ্ছিন্ন কোন কিছুই নয়।

অখন্ড ভারতের মানচিত্র ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনের সুচিন্তিত প্রতিফলন : দিলীপ বড়ুয়া

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)’র সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া আজ রোববার এক বিবৃতিতে ভারতের নবনির্মিত সংসদ ভবনে রাখা “অখন্ড ভারতের” মানচিত্র মূলতঃ ভারতীয় শাসকগোষ্ঠীর সুচিন্তিত প্রতিফলন বলে অবিহিত করেন। ভারত সরকার বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে বললেও এই “অখন্ড ভারতের” মানচিত্র প্রতিস্থাপন মূলতঃ ভারতীয় আধিপত্যের স্পষ্টত সুপ্ত বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন।

তিনি বলেন, সাংস্কৃতিক বিষয়টি ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি থেকে বিচ্ছিন্ন কোন কিছুই নয়। হিন্দুত্ববাদী সাংস্কৃতিক দর্শনে বিশ্বাসী ভারতীয় শাসকগোষ্ঠী প্রথমে সাংস্কৃতিক ভাবে দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করতে পারলে পরবর্তীতে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করা সহজতর হবে। ডিসকভারি অব ইন্ডিয়াতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু বলেছেন ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোর শুধু সাংস্কৃতিক অধিকার থাকবে। বর্তমান সরকার সাংস্কৃতিক ভাবে সারা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে ক্রমান্বয়ে রাজনৈতিক—অর্থনৈতিক বিষয় কে নিয়ন্ত্রণ করা সহজতর হবে এবং হিন্দুত্ববাদী সর্ব ভারতীয় অখন্ড ভারত প্রতিষ্ঠার পথ সুগম হবে।

কমরেড দিলীপ বড়ুয়া এ ব্যাপারে ভারতীয় সরকারের কূটকৌশল সম্পর্কে সজাগ থাকার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে আহ্বান জানান।