রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে: টুকু

রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে: টুকু

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত জাতীয় প্রেসক্লাবে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করণ এবং সার,বীজ,কীটনাশক,ডিজেল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠ করা হবে। 

টুকু বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি আবার সরকার গঠন করবে। আর সে সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।