Classic 350: রয়্যাল এনফিল্ড ক্লাসিক এবার ইথানলে ছুটবে, বাইকের ইঞ্জিন পরিবর্তন করল সংস্থা

ইঞ্জিন আপডেট হলেও আউটপুটে কোনো পরিবর্তন থাকছে না।

Classic 350: রয়্যাল এনফিল্ড ক্লাসিক এবার ইথানলে ছুটবে, বাইকের ইঞ্জিন পরিবর্তন করল সংস্থা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক:  Hunter 350-র পর এবার রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের বেস্ট সেলিং মডেল Classic 350 E20 জ্বালানি চালিত ইঞ্জিন সহ বাজারে আনতে চলেছে। যা ৮০% পেট্রোলের সাথে ২০% ইথানল মিশ্রিত তেলে চলতে সক্ষম হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন ডিলারশিপগুলিতে আপডেটেড মোটরসাইকেলটি পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে সংস্থা।

ইঞ্জিন আপডেট হলেও আউটপুটে কোনো পরিবর্তন থাকছে না। আগের মতোই ক্লাসিকের ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এদিকে Royal Enfield Classic 350 এর প্রতিটি ভ্যারিয়েন্টের দামে বাড়ানো হয়েছে। নীচে নয়া মূল্য তালিকা দেওয়া হল।

Redditch: ১,৯৩,০৮০ টাকা (আগে ছিল ১,৯০,০৯২ টাকা) 

Halcyon Single-Channel ABS: ১,৯৫,১৯১ টাকা (আগে ছিল ১,৯২,৮৮৯ টাকা)

Halcyon Dual-Channel ABS: ২,০২,০৯৪ টাকা (আগে ছিল ১,৯৮,৯৭১ টাকা)

Signals: ২,১৩,৮৫২ টাকা (আগে ছিল ২,১০,২৮৫ টাকা)

Dark: ২,২০,৯৯১ টাকা (আগে ছিল ২,১৭,৫৮৯ টাকা)

Chrome: ২,২৪,৭৫৫ টাকা (আগে ছিল ২,২১,২৯৭
টাকা) (প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী)।

প্রসঙ্গত, ২০২১ এর সেপ্টেম্বরে Classic 350-এর নতুন ভার্সন লঞ্চ হয়েছিল। যেটি Meteor 350-র পর দ্বিতীয় মডেল হিসেবে সংস্থার নতুন ‘J’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। তাই Meteor 350-র থেকে অনেক যন্ত্রাংশ পেয়েছে এটি। ক্লাসিক ৩৫০-এর ফিচারের তালিকায় উপস্থিত ট্রিপার টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, পাইলট ল্যাম্প সহ নতুন হেডল্যাম্প, উন্নত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যাতে আছে ফুয়েল গজ এবং এলসিডি ইনফরমেশন প্যানেল।

এছাড়া, Classic 350 বাইকে আছে একটি ইউএসবি চার্জার, নতুন ডিজাইনের টেললাইট, আপডেটেড এগজস্ট পাইপ, ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক, এবং আরামদায়ক রাইডিংয়ের জন্য আপডেটেড সিট। মোটরসাইকেলটি সিঙ্গেল এবং ডুয়েল চ্যানেল এবিএস সহ বেছে নেওয়া যায়। সাসপেনশন হিসেবে এতে উপস্থিত ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ৬-অ্যাডজাস্টেবল টুইন টিউব ইমালশন শক অ্যাবসর্বার।