৫০ বছরেও নিরাপদ হয়নি সড়কপথ : জিএম কাদের
আজ শনিবার নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে সাতজনের প্রাণহানির ঘটনার পর এক বিবৃতিতে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।
প্রথম নিউজ, ঢাকা: অর্ধশতাব্দীতেও সড়কপথ নিরাপদ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাওয়া যেন স্বাভাবিক ঘটনা।
আজ শনিবার নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে সাতজনের প্রাণহানির ঘটনার পর এক বিবৃতিতে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, গত ১ থেকে ৫ মে পর্যন্ত ৫ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী। আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের, যার মধ্যে মোটরসাইকেল আরোহী ৯৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অসংখ্য মানুষ।
তিনি বলেন, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের। অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবারের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসেছে। প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না দেশের মানুষ।
কাদের আরো বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে হবে। সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews