৩ দিনের ছুটিতে কুয়াকাটায় বেশিরভাগ হোটেল-মোটেল বুকিং
প্রথম নিউজ, পটুয়াখালী : আগামী ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবির ছুটি। এর পরে দু-দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিনদিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। সবমিলিয়ে মোট ৩ দিনের ছুটি পেয়ে ভ্রমণ পিপাসুরা কুয়াকাটায় হোটেল-মোটেলে অগ্রিম বুকিং করছেন। পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় কুয়াকাটা নিয়ে পর্যটকদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত কুয়াকাটার হোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ রুম ইতোমধ্যে বুকিং হয়েছে।
হোটেল সাউথ বাংলার ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ সাকিব ঢাকা পোস্টকে বলেন, ২৮ ও ২৯ তারিখ দুদিনের জন্য ৯০ শতাংশ এবং ৩০ তারিখের ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এখনো প্রায় ৮ দিন বাকি আশা করি এর মধ্যে শতভাগ বুকিং হয়ে যাবে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম জানান, ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াকাটায় থাকা প্রথম শ্রেণির হোটেলগুলো ইতোমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এবং এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে প্রায় ৫০ শতাংশ কক্ষ ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে। আগামী শীত মৌসুমে অনেক পর্যটক কুয়াকাটা আসবে তার একটি পূর্ব লক্ষণ বলা যেতে পারে। তবে সব কিছুই পদ্মা সেতু এবং নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থার সুফল।
হোটেল বনানী প্যালেসের পরিচালক মোহাম্মদ শাহিন খান ঢাকা পোস্টকে বলেন, আমরা এ ঈদে মিলাদুন্নবির বন্ধকে কেন্দ্র করে ভালো একটা বুকিং পাচ্ছি। ইতোমধ্যে অনেক ফোনও পেয়েছি। তবে আমাদের পুরোপুরি বুকিং হয়নি। ইতোমধ্যে আমাদের ৬০ শতাংশ রুম বুকিং হয়েছে। বাকি যে সময় আছে তার মধ্যে আমরা বুকিং নিতে পারব বলে আশা করছি।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, কুয়াকাটাতে ছোট-বড় ১৭০টির বেশি হোটেল রয়েছে। যার ধারণক্ষমতা পনের-বিশ হাজার কিন্তু ছুটির দিনগুলোতে অসংখ্য পর্যটকের আগমনে অনেক পর্যটক পাশের বাসাবাড়ি, গাড়ির ভেতরে রাত্রি যাপন করেন। আবার অনেকে সারাদিন ভ্রমণ শেষে রাতে নিজ গন্তব্যেও ফিরে যান। তবে নির্মাণাধীন হোটেলগুলোর কাজ শেষ হলে এই ভোগান্তি পোহাতে হবে না আগত পর্যটকদের।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ঢাকা পোস্টকে জানান, তিনদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে বারবার পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
বর্তমানে আবহাওয়া খারাপ থাকায় আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি এবং টানা তিন দিনের ছুটিতে যারা কুয়াকাটা আসবে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।