৩ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ স্ত্রীসহ নৌ-পরিবহন অধিদপ্তরের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
প্রথম নিউজ, ঢাকা : সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নৌ-পরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার (সাময়িক বরখাস্ত) এ কে এম ফখরুল ইসলাম এবং তার স্ত্রী মোহসিনা ইসলাম বিউটির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. মাসুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশে বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বে নিজেদের নামে ৩ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৫৯৭ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। আসামি ফখরুল ইসলামের স্ত্রী বিউটি একজন গৃহিণী হওয়া সত্ত্বেও এত সম্পদের মালিক কীভাবে হলেন, তার কোনো ব্যাখ্যা পায়নি দুদক।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ফখরুল ইসলামের অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে এসব সম্পদ গড়েছেন এ দম্পতি। এ কারণে স্ত্রীকে প্রধান আসামি ও তাকে সহযোগী আসামি করা হয়েছে মামলায়।
২০১৭ সালের ১৮ জুলাই ঘুসের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের ফখরুল ইসলামকে গ্রেফতার করে দুদক। সংস্থাটির তৎকালীন ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ৯ সদস্যের টিম অভিযান পরিচালনা করে। চার্জশিট দাখিলের পর মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের অথরাইজড পারসন এএনএম বদরুল আলমের কাছ থেকে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২১টি জাহাজের নকশা অনুমোদনের জন্য প্রতিটি জাহাজের জন্য আকারভেদে ৫-১৬ লাখ টাকা দাবি করেছিলেন ফখরুল ইসলাম। বিষয়টি দুদককে অবহিত করলে ফাঁদ মামলা পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।