চাচার সঙ্গে মেঘনায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

 চাচার সঙ্গে মেঘনায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচার সঙ্গে মেঘনা নদীতে গোসলে করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের কবিরের ছেলে আদনান (৪) ও হক সাবের ছেলে আব্দুল্লাহ (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানা, দুপুরে চাচা আজিজের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। গোসলে নামার কিছু সময় পর পানিতে তলিয়ে যেতে থাকে দুজন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন চাচা আজিজও। দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ জাগো নিউজকে বলেন, শুনেছি পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।