৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ

৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ

প্রথম নিউজ, অনলাইন: দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৪ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২২ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এছাড়া বৃহস্পতিবার দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে থাকলেও এদিন ছিল ১৭ বিলিয়ন ডলারের ঘরে।

উল্লেখ্য, গত বছরের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পায় বাংলাদেশ। তিন কিস্তিতে আইএমএফ থেকে বাংলাদেশ পেয়েছে ২৩১ কোটি ডলার। চলতি সপ্তাহে ঋণের দুই কিস্তির ১৩০ কোটি ডলার অনুমোদন করলে মোট রিজার্ভ ২৭ কোটি ডলার অতিক্রম করে।