প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত ছিলেন। শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।
২০০৫ সালে যুক্তরাজ্যে পড়াশোনার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান তিনি। সেই সময় থেকেই তাকে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। মাঝে মাঝে হালকা প্রতিক্রিয়া দেখা গেলেও, তিনি আর কখনো পূর্ণ জ্ঞান ফিরে পাননি।
তার বাবা প্রিন্স খালেদ দীর্ঘ ২০ বছর ধরে ছেলের পাশে ছিলেন এবং কখনোই লাইফ সাপোর্ট সরিয়ে নিতে রাজি হননি। তিনি সবসময় বিশ্বাস করতেন, জীবন-মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে। দীর্ঘ চিকিৎসাজীবনে ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদের প্রতি সৌদি আরবসহ বিশ্বের বহু মানুষের সহানুভূতি ও ভালোবাসা ছিল। তার অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতেন লাখো মানুষ।
তার মৃত্যু দীর্ঘ এক প্রতীক্ষার অবসান ঘটাল, যা অনেক মানুষের হৃদয়ে গভীর দাগ রেখে গেল।