হোসেনপুরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত, আহত ৫
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও তার বোন নাদিরা আক্তার (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গতকাল বুধবার শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাদির ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিনের ছেলে মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত নাদিরা, সালমান (২২), খাদিজা আক্তার (৫৮) ও শামসুদ্দিনকে (৬২) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোসেনপুর থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।