বাবা-ছেলের উইকেট নিয়ে যে বিরল কীর্তি অশ্বিনের
প্রথম নিউজ, ডেস্ক : টেস্টে বাবা-ছেলে একই বোলারের কাছে আউট হওয়ার ঘটনা অতি বিরল। সর্বশেষ বিরল সেই ঘটনায় নাম উঠলো ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ২০১১ ও ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট শিবনারায়ন চন্দরপলকে দু’বার করে আউট করেছেন তিনি। সর্বশেষ ডমিনিকায় প্রথম টেস্টে অশ্বিনের শিকার হলেন চন্দরপলের ছেলে তেজনারায়ন।
টেস্টে একই বোলারের কাছে বাবা-ছেলের আউট হওয়ার ঘটনা আছে বেশ কয়েকটি। চমকপ্রদ বিষয়টি হলো সেখানে দুটি নামই ঘুরে-ফিরে এসেছে। হয় চন্দরপল নাহলে কেয়ার্নস!
ইয়ান বোথামের শিকার ল্যান্স ও ক্রিস কেয়ার্নস
নিউ জিল্যান্ডের ফাস্ট বোলিং অলরাউন্ডার ল্যান্স কেয়ার্নস টেস্ট ক্যারিয়ার শুরু করেন ১৯৭৪ সালে। শেষ টেস্ট খেলেছেন ১৯৮৫-তে। তার ছেলে ক্রিস কেয়ার্নসও বাবার মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার। যার টেস্ট ক্যারিয়ার শুরু ১৯৮৯ সালে। তাদের দুজনের উইকেট নেওয়া ইয়ান বোথামের ক্যারিয়ার শুরু ১৯৭৭ সালে।
বোথাম প্রথমবার ল্যান্সকে আউট করেন টেন্ট ব্রিজ টেস্টে ১৯৭৮ সালে। বোথাম আবারও ল্যান্সকে শিকার বানান ১৯৮৩ সালে। এই বছর দু’বার ল্যান্সকে শিকার বানান তিনি।
ল্যান্সের ছেলে ক্রিসকে অবশ্য একবারই বোথাম আউট করেছিলেন। সেটা ১৯৯২ সালে নিউ জিল্যান্ডেড।
ওয়াসিমের শিকার ল্যান্স ও ক্রিস কেয়ার্নস
ওয়াসিম আকরাম একবারই ল্যান্সকে আউট করেছিলেন ডানেডিনে ১৯৮৫ সালে। দশ বছর পর ক্রাইস্টচার্চে ওয়াসিম আকরামের মুখোমুখি হন ক্রিস। পাকিস্তানি কিংবদন্তি তাকে ৭৬ রানে বোল্ড করেন।
মিচেল স্টার্কের শিকার শিবনারায়ন ও তেজনারায়ন
২০১২ সালে শিবনারায়ন মিচেল স্টার্কের বলে এলবিডাব্লিউ হয়েছিলেন। সেবারই শিবনারায়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টটি খেলেছিলেন। তার ছেলে তেজনারায়নও স্টার্কের বলে আউট হন ২০২২ সালে। প্রথমবার পার্থে ওই বছরের শেষ দিকে। তার পর একই সিরিজের পরবর্তী টেস্টেও স্টার্কের শিকার হন তেজনারায়ন।
সিমোন হারমারের শিকার শিবনারায়ন ও তেজনারায়ন
এই তালিকায় সিমোন হারমারের নামটি অনেকে অপ্রত্যাশিত ভাবতেই পারেন। মাত্র ১০টি টেস্ট খেলেছেন তিনি। তবে হারমার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কয়টি টেস্ট খেলেছেন। প্রতিবার একজন চন্দরপলকে আউট করেছেন তিনি। ২০১৫ সালে হারমার কেপটাউন টেস্টে শিকার করেন চন্দরপল সিনিয়রের উইকেট। তার পর এই বছরের মার্চে জোহানেসবার্গে বিদায় দেন চন্দরপল জুনিয়রকে।
অশ্বিনের শিকার শিবনারায়ন ও তেজনারায়ন
সর্বশেষ এই তালিকার নামটি হচ্ছে অশ্বিন। সিনিয়র চন্দরপলকেই এই অফস্পিনার আউট করেছেন চারবার! সর্বশেষ ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে আউট করেছেন জুনিয়র চন্দরপলকে।