হিলিতে পলিথিন কারখানা সিলগালা
প্রথম নিউজ, অনলাইন: দিনাজপুরের হিলিতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই স্থান থেকে এক হাজার ৮০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
তিনি বলেন,পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।