হলিউডের শিল্পীদের সঙ্গে রাস্তায় আন্দোলন করেছি: জায়েদ খান
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। আজ রোববার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, ঘুরেছেন, হলিউড শিল্পীদের আন্দোলনে যোগ দিয়েছেন— সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন এ অভিনেতা।
জায়েদ খান বলেন, ‘আমার জন্মদিন আজ। দীর্ঘ এক মাসের বেশি সময় পর দেশে এলাম। জন্মদিনের সবচেয়ে বড় চমক হলো বিমানবন্দরে আমার জন্য অনেক মানুষ অপেক্ষা করছেন। শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন। এটিই জন্মদিনে আমার বড় উপহার।’
যুক্তরাষ্ট্রে কাটানো দিনগুলো নিয়ে এই নায়ক বলেন, ‘হলিউডে এখন আন্দোলন চলছে। ওই সময় আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম। আমি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। একদিন দেখলাম হলিউডের সব শিল্পী রাস্তায় নেমে আন্দালন করছে। আমিও তাদের সঙ্গে আন্দোলনে রাস্তায় নামলাম। সেখানে লোকাল চ্যানেলগুলো আমার কাছে এসেছিল। আমি বলেছি, শিল্পী সব জায়গায় শিল্পী। এখানে কোনো দেশ নেই।’
টাকা দিয়ে পুরস্কার কেনার ব্যাপারে জায়েদ খান বলেন, ‘টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার সামর্থ্য আমার নেই। আর এই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে আমার কিছু করারও নেই। কেননা আমি কোনো রাজনৈতিক দল গঠন করব না। অনেকে নানা কথা বলছেন। এসব নিয়ে আমি কোনো কথা বলব না। ভালো কিছু করতে গেলে কথা হবেই। আমি শুধু একটা কথাই বলব, সমালোচনা করে তারাই, যারা পাওয়ার যোগ্যতা রাখে না। আমি অর্জন করেছি, এই অর্জন আমার। যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে। আপনি পৃথিবীতে শত ভালো কাজ করলেও কোনো আলোচনা হবে না। সবার উৎসাহিত করা উচিত ছিল যে, আমার বাঙালি ভাই তো পেয়েছে।’
যুক্তরাষ্ট্রের নারী ভক্তদের নিয়ে এ চিত্রনায়ক বলেন, ‘আপনারা ফেসবুকে দেখেছেন, যেখানেই গেছি, সবাই ঘিরে ধরে ছবি তুলেছে। ফেসবুকে অসংখ্য ছবি রয়েছে।’
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষিক্ত জায়েদ খান। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, প্রযোজকের খাতায় নামও লিখিয়েছেন। আজ (৩০ জুলাই) ‘অন্তরজ্বালা’ খ্যাত এই নায়কের জন্মদিন। এই দিনে পিরোজপুরে জন্মগ্রহণ করেন জহিরুল হক মনু ওরফে জায়েদ খান।